ভালোবেসে প্রেমিকাকে সুন্দর একটি নামে না ডাকলে যেন ভালোবাসাই হয় না। আপনি কি আপনার প্রেমিকাকে ডাকার সুন্দর নাম খুজতেছেন? তাহলে সেরা ৫০ টি প্রেমিকার রোমান্টিক নাম | প্রিয়তমার জন্য সুন্দর নাম, premika k dakher nam পোস্টটি আপনার জন্য।
প্রেমিকা বা গার্লফ্রেন্ড কে কি নামে ডাকবো? প্রত্যেকেই চায় তার প্রেমিকাকে আদর করে সুন্দর একটি নামে ডাকতে। এজন্য ভালোবাসার মানুষকে ডাকার জন্য আদরের ডাক নাম প্রয়োজন হয়। বেশিরভাগ প্রেমিকরা প্রেমিকাকে শুধু “জান” বলে ডাকে। আপনি চাইলে “জান” বলা ছাড়াও আরও সুন্দর একটি নামে ডাকতে পারেন।
জেনে নিন গার্লফ্রেন্ড বানানোর উপায়। এখানে আপনার প্রেমিকার জন্য ৫০ টি প্রেমিকাকে ডাকার সুন্দর নাম সংগ্রহ করেছি। এই কিউট সুন্দর নামগুলো ধরে আপনার প্রেমিকাকে ডাকলে সে আপনার জন্য একদম পাগল হয়ে যাবে।
প্রেমিকাকে আদর করে ডাকার রোমান্টিক সুন্দর নাম
মেয়েদেরকে আদর করে সুন্দর নামে ডাকলে অনেক খুশি হয়। আপনার প্রেমিকাকে খুশি করার জন্য নিচের তালিকার নামগুলো ধরে ডাকতে পারেন।
আরও জানুন - মেয়েদের ইমপ্রেস করার উপায়
ক্রমিক নং | প্রেমিকার রোমান্টিক নাম |
---|---|
১ | জান / জানপাখি |
২ | ময়না / ময়নাপাখি |
৩ | লক্ষিসোনা / লক্ষিপাখি / লক্ষিটি |
৪ | কলিজা / কলিজাপাখি |
৫ | অক্সিজেন |
৬ | আমার চাদঁনী |
৭ | সোনাবউ / লক্ষিবউ |
৮ | টিয়াপাখি / টিয়া |
৯ | তিলোত্তমা |
১০ | আহ্লাদী |
১১ | টুকটুকি |
১২ | রাজকুমারী / রাজকন্য |
১৩ | টুনটুনি / টুনি |
১৪ | পাগলী |
১৫ | চাঁদকুমারী |
১৬ | মায়াবতী |
১৭ | পরাণপাখি / প্রাণপাখি |
১৮ | রাজরাণী |
১৯ | সুইটহার্ট |
২০ | জীবন সাথী / লাইফ পার্টনার/ লাইফ লাইন |
২১ | রাইসা, রাইসা অর্থ রাণী |
২২ | পার্বতী |
২৩ | বাবু |
২৪ | বেবী |
২৫ | মাই লাভ |
২৬ | মাই ওয়ার্ল্ড |
২৭ | মাই রোজ |
২৮ | আমার দুষ্ট জেরি / জেরি |
২৯ | আসমানী |
৩০ | প্রিয়তমা |
৩১ | স্বপ্নের নায়িকা |
৩২ | আমার অপ্সরা |
৩৩ | অভিমানী |
৩৪ | নীল পরি |
৩৫ | আমার রজণীগন্ধা |
৩৬ | কুইন |
৩৭ | প্রিনসেন্স |
৩৮ | প্রজাপতি |
৩৯ | সুইচ |
৪০ | হানী / মধু |
৪১ | লতা |
৪২ | আখি |
৪৩ | লিলাবতী |
৪৪ | রূপবতী |
৪৫ | আমার জুলিয়েট |
৪৬ | লাইলি |
৪৭ | ফুচকা পাগলি |
৪৮ | পুতুল |
৪৯ | হার্টবিট |
৫০ | পেত্নী |
টুকটুকিঃ আপনার গার্লফ্রেন্ড যদি অল্পবয়সী হয়ে থাকে এবং সে যদি দেখতে যদি অনেক কিউট হয় তাহলে আপনি টুকটুকি বলে ডাকতে পারেন। আশা করি, আপনার গার্লফ্রেন্ড অনেক খুশি হবে।
পাগলীঃ এই নামটি সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে বেশি আবেগমাখা একটি নাম। এই নামে সাথে সবাই বেশি পরিচিত। তাই নতুন করে আর কিছু বললাম না।
ময়নাপাখিঃ আপনারা নিশ্চই জানেন যে, ময়নাপাখি মানুষের পুশ মানে। এই পাখিকে আপনি যতটা ভালোবাসা দিবেন সেও আপনাকে ততটা ভালোবাসা দিবে। তাই ভালোবেসে প্রেমিকাকে আদর করে ময়নাপাখি ডাকতে পারেন। আমিও আমার ভালোবাসার মানুষটিকে মনয়াপাখি বলে ডাকতাম।
চাঁদকুমারীঃ চাদঁকুমারী বলতে চাদের মতো সুন্দর মেয়েকে বুঝানো হয়। আপনার গার্লফ্রেন্ড যদি চাঁদের মতো সুন্দর হয় তাহলে আপনি চাদঁকুমারী ডাকতে পারেন।
মায়াবতীঃ আমার মতে ভালোবাসার মানুষটিকে ডাকার জন্য মায়াবতী একটি অসাধারণ নাম। আপনার প্রিয়তামা যদি দেখতে খুব মায়াবী হয় তাহলে আপনি মায়াবতী ডাকতে পারেন।
আরও কিছু গুরুত্বপূর্ণ পোস্ট -
আশা করি, সেরা ৫০ টি প্রেমিকার রোমান্টিক নাম | প্রিয়তমার জন্য সুন্দর নাম পোস্টে দেওয়া নামগুলো ধরে আপনার প্রেমিকাকে ডাকলে আপনার প্রেমিকা অনেক খুশি হবে। তবে একটি কথা, আপনার প্রেমিকা যদি ভুল বুঝে আপনাকে ঝাটার বারি দেয় 😀 কিংবা গালে পাঁচ আঙ্গুলের ছাপ বসিয়ে দেয়, তাহলে এর জন্য আজকেরফিডস.কম দায়ী থাকবে না।