আসসালামু আলাইকুম, আরবি টু বাংলা । আরবি থেকে বাংলায় অনুবাদ পোস্টে আপনাদের স্বাগতম। আরবি মূলত আরবদেশের ভাষা। এটি প্রাচীন ভাষাগুলাের মধ্যে অন্যতম। মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই আরবি ভাষা ব্যবহৃত হয়। যেমন : সৌদিআরব, কুয়েত, ইরাক, সিরিয়া, জর্দান, লেবানন এবং মিসরসহ মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশে এ ভাষাভাষীর সংখ্যা অনেক বেশি।
আরবি টু বাংলা । আরবি থেকে বাংলা অনুবাদ |
আরবি লিপি ডান হতে বাম দিকে লেখা হয়। আরবি লিপি এক অক্ষরের সাঙ্গে আরেক অক্ষর পেঁচিয়ে লেখা হয়। আরবি ভাষা পবিত্র কোরআন শরীফের ভাষা। মধ্যপ্রাচ্যের এসব দেশ ছাড়াও দুনিয়ার অন্যান্য দেশে কোটি কোটি মুসলমান আরবি ভাষায় কথা বলে থাকে। ইসলাম ধর্ম আবির্ভাবের ঠিক পূর্ব যুগে আরব উপদ্বীপে আরবি ভাষার উৎপত্তি ঘটে। এই Arabic to Bangla onubad গুলো আপনাকে আরবি ভাষা শিখতে সাহায্য করবে।
আরবি থেকে বাংলা অনুবাদ করতে পারবেন গুগল ট্রান্সলেট এর মাধ্যমে। আজকের পোস্টটি সাজানো হয়েছে আরবি থেকে বাংলায় অনুবাদ শিক্ষা নিয়ে। এখানে ১০০+ আরবি টু বাংলা বা আরবি থেকে বাংলা অনুবাদ শেয়ার করা হয়েছে।
আরও পড়ুন - বাংলা থেকে ইংরেজি অনুবাদ
আরবি থেকে বাংলা অনুবাদ
মধ্যযুগে ছিল আরবি গণিত, বিজ্ঞান ও দর্শন শাস্ত্রের প্রধান বাহক ভাষা। দুনিয়ার বহু ভাষা আরবি থেকে শব্দ ধার করেছে। আবার অনেক ভাষা বিজ্ঞানী আছেন এখনও আরবি ভাষা নিয়ে গবেষণা করে যাচ্ছেন। বাংলাদেশের মাদ্রাসাগুলিতেও আরবি ভাষায় পাঠদান করানাে হয়।
সৌদি আরবে যারা থাকেন তাদের খুবই প্রয়োজন হয় আরবি ভাষা শিখার। এখানে দেওয়া আরবি থেকে বাংলা ট্রান্সলেশন বা অনুবাদ গুলো আপনাকে আরবি ভাষায় পারদর্শি করে তুলবে।
আরবি ভাষা থেকে বাংলা ভাষায় অর্থ
আরবি | বাংলা উচ্চারণ | বাংলা অর্থ |
---|---|---|
رز | রুযযুন | ভাত |
ادام | ইদামুন | তরকারী |
زيت | যাইতুন | তেল |
خبز | খুবজুন | রুটি |
دقيق | দাকীকুন | আটা |
ملح | মিলহুন | লবন |
لبن | লাবানুন | দুধ |
طعام | তয়ামুন | খাদ্য |
ماء | মাউন | পানি |
خليط | খালিতুন | খিচুরী |
شاي | সাইয়ুন | চা |
لحم | লাহমুন | গোশত |
حليب | হালিবুন | দধি |
سمك | সামাকুন | মাছ |
حبر | হিবরুন | কালি |
حاضر | হাজিরুন | উপস্থিত |
حلو | হালয়ুন | মিষ্টি |
جميل | জামিলুন | সুন্দর |
جبل | জাবালুন | পাহাড় |
جمل | জামালুন | উট |
دواة | দাওয়াতুন | দোয়াত |
دراجة | দাররজাতুন | সাইকেল |
دار | দারুন | ঘর |
خالق | খালিকুন | সৃস্টিকর্তা |
خير | খায়রুন | ভালো |
خبز | খুবজুন | রুটি |
ثمر | ছামারুন | ফল |
خبازي | খুব্বাজিইয়ুন | জবা |
زنبق | জাম্বাকুন | শাপলা |
يسمين | ইয়াসমিনুন | জুই |
نارجيل | নারাজীলুন | নারিকেল |
ورد | ওয়ারদুন | গোলাপ |
زهر | জাহরুন | ফুল |
سفرجل | সাফারজালুন | আতা |
رمان | রুম্মানুন | ডালিম |
غصن | গুসনুন | ডাল |
تمر | তামারুন | খেজুর |
ورق | ওরাকুন | পাতা |
اصل | আসলুন | শিকড় |
شجر | সাজারুন | গাছ |
শিখুন - সূরা ফালাক বাংলা উচ্চারণ সহ অর্থ
আরবি শব্দের বাংলা অর্থ । আরবি থেকে বাংলা শব্দার্থ
চুল = শাহা'আর।চোখ = আয়ুন।
মুখ = ফা'আন।
বাহ্ = বিরাহ।
দাঁত = আচনান।
কমর = উহার।
কাঁধ = কেতাফ।
পেট = মু'আদ্দা।
গলা = হাল্লাক।
পা = ছু'আক।
হাত = উয়াদ।
নাক = আনফ।
কান = ইভান।
মাথা = রাস।
ঘাড় = আল'উনক।
দাঁড়ি = লিয়াহহিয়া।
মুচ = সাহারব্।
নখ = উদ্দাফর।
চামড়া = বুশরাহ।
ঠোঁট= সাহ'ফাহ।
রক্ত = দম।
ভুরি = যুবাইন।
কনি = কু'আ।
নাবি = চাররাতিন বুথন।
বগল = আ'বাত।
কটা = ক'আন।
গাল = আলখেদ।
মস্তিষ্ক = ডিমা'আখ।
জিব্বা = লিচান।
শরিল = আলযিচিম।
হাঁটু = আররোকবাতাইন।
বুক = চাঁদার।
আরও পড়ুন - ইংরেজি থেকে বাংলা অনুবাদ
আনা = আমি।
নাহনু = আমরা।
আনতা = তুমি।
আনতুমা = তােমরা ২ জন।
আনতুম = তােমরা।
আনতি = তুমি (মহিলা)
আনতুমা =তােমরা ২জন (মহিলা)
আনতুন্না = তােমরা (মহিলা)
হুয়া = সে।
হুম = তারা।
হিয়া = সে (মহিলা)
হুমা = তারা ২ জন (মহিলা)
হুন্না = তারা ( মহিলা)
আরবি শব্দ থেকে বাংলা শব্দে অনুবাদ
ফল = তেমমার।
তুথফল = ব্লাকবেরি।
তরমুজ = আল'বুতিখ।
আপেল = তুফফাহ।
কলা= মুজ।
নারিকেল = ইজুযাতিল হিন্দ।
খেজুর = তাওয়ারিখ / তমর।
আঙ্গুর = আয়নাব।
পেঁপে = বিয়াবায়ি'আ।
ডালিম = রুমান।
কিচমিচ = যাবিভ।
আনারস = আনােনাছ।
আমলকী = আয়নাবিখালাব।
পেয়ারা = যােয়াফা।
লেবু = লিমুন।
আম = যেনযু।
মাল্টা = আল'বরতুকালি।
কাঁঠাল = আলকাকায়।
নাশপাতি = কামুচরা।
মিষ্টি লেবু = হালুয়া আল লেমুন।
আরও কিছু গুরুত্বপূর্ণ লেখা -
আমরা আশা করছি, আরবি টু বাংলা । আরবি থেকে বাংলা অনুবাদ (Arabic to Bangla onubad) পোস্টটি আপনার উপকারে আসবে।