আরবি টু বাংলা । আরবি থেকে বাংলা অনুবাদ - Ajkerstatus

আসসালামু আলাইকুম, আরবি টু বাংলা । আরবি থেকে বাংলায় অনুবাদ পোস্টে আপনাদের স্বাগতম। আরবি মূলত আরবদেশের ভাষা। এটি প্রাচীন ভাষাগুলাের মধ্যে অন্যতম। মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই আরবি ভাষা ব্যবহৃত হয়। যেমন : সৌদিআরব, কুয়েত, ইরাক, সিরিয়া, জর্দান, লেবানন এবং মিসরসহ মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশে এ ভাষাভাষীর সংখ্যা অনেক বেশি।
আরবি থেকে বাংলা অনুবাদ
আরবি টু বাংলা । আরবি থেকে বাংলা অনুবাদ

আরবি লিপি ডান হতে বাম দিকে লেখা হয়। আরবি লিপি এক অক্ষরের সাঙ্গে আরেক অক্ষর পেঁচিয়ে লেখা হয়। আরবি ভাষা পবিত্র কোরআন শরীফের ভাষা। মধ্যপ্রাচ্যের এসব দেশ ছাড়াও দুনিয়ার অন্যান্য দেশে কোটি কোটি মুসলমান আরবি ভাষায় কথা বলে থাকে। ইসলাম ধর্ম আবির্ভাবের ঠিক পূর্ব যুগে আরব উপদ্বীপে আরবি ভাষার উৎপত্তি ঘটে। এই Arabic to Bangla onubad গুলো আপনাকে আরবি ভাষা শিখতে সাহায্য করবে।

আরবি থেকে বাংলা অনুবাদ করতে পারবেন গুগল ট্রান্সলেট এর মাধ্যমে। আজকের পোস্টটি সাজানো হয়েছে আরবি থেকে বাংলায় অনুবাদ শিক্ষা নিয়ে। এখানে ১০০+ আরবি টু বাংলা বা আরবি থেকে বাংলা অনুবাদ শেয়ার করা হয়েছে।


আরবি থেকে বাংলা অনুবাদ

মধ্যযুগে ছিল আরবি গণিত, বিজ্ঞান ও দর্শন শাস্ত্রের প্রধান বাহক ভাষা। দুনিয়ার বহু ভাষা আরবি থেকে শব্দ ধার করেছে। আবার অনেক ভাষা বিজ্ঞানী আছেন এখনও আরবি ভাষা নিয়ে গবেষণা করে যাচ্ছেন। বাংলাদেশের মাদ্রাসাগুলিতেও আরবি ভাষায় পাঠদান করানাে হয়।

সৌদি আরবে যারা থাকেন তাদের খুবই প্রয়োজন হয় আরবি ভাষা শিখার। এখানে দেওয়া আরবি থেকে বাংলা ট্রান্সলেশন বা অনুবাদ গুলো আপনাকে আরবি ভাষায় পারদর্শি করে তুলবে।

আরবি ভাষা থেকে বাংলা ভাষায় অর্থ

আরবিবাংলা উচ্চারণবাংলা অর্থ
رزরুযযুনভাত
ادامইদামুনতরকারী
زيتযাইতুনতেল
خبزখুবজুনরুটি
دقيقদাকীকুনআটা
ملحমিলহুনলবন
لبنলাবানুনদুধ
طعامতয়ামুনখাদ্য
ماءমাউনপানি
خليطখালিতুনখিচুরী
شايসাইয়ুনচা
لحمলাহমুনগোশত
حليبহালিবুনদধি
سمكসামাকুনমাছ
حبرহিবরুনকালি
حاضرহাজিরুনউপস্থিত
حلوহালয়ুনমিষ্টি
جميلজামিলুনসুন্দর
جبلজাবালুনপাহাড়
جملজামালুনউট
دواةদাওয়াতুনদোয়াত
دراجةদাররজাতুনসাইকেল
دارদারুনঘর
خالقখালিকুনসৃস্টিকর্তা
خيرখায়রুনভালো
خبزখুবজুনরুটি
ثمرছামারুনফল
خبازيখুব্বাজিইয়ুনজবা
زنبقজাম্বাকুনশাপলা
يسمينইয়াসমিনুনজুই
نارجيلনারাজীলুননারিকেল
وردওয়ারদুনগোলাপ
زهرজাহরুনফুল
سفرجلসাফারজালুনআতা
رمانরুম্মানুনডালিম
غصنগুসনুনডাল
تمرতামারুনখেজুর
ورقওরাকুনপাতা
اصلআসলুনশিকড়
شجرসাজারুনগাছ

আরবি শব্দের বাংলা অর্থ । আরবি থেকে বাংলা শব্দার্থ

চুল = শাহা'আর।
চোখ = আয়ুন।
মুখ = ফা'আন।
বাহ্ = বিরাহ।
দাঁত = আচনান।
কমর = উহার।
কাঁধ = কেতাফ।
পেট = মু'আদ্দা।
গলা = হাল্লাক।
পা = ছু'আক।
হাত = উয়াদ।
নাক = আনফ।
কান = ইভান।
মাথা = রাস।
ঘাড় = আল'উনক।
দাঁড়ি = লিয়াহহিয়া।
মুচ = সাহারব্।
নখ = উদ্দাফর।
চামড়া = বুশরাহ।
ঠোঁট= সাহ'ফাহ।
রক্ত = দম।
ভুরি = যুবাইন।
কনি  = কু'আ।
নাবি = চাররাতিন বুথন।
বগল = আ'বাত।
কটা  = ক'আন।
গাল = আলখেদ।
মস্তিষ্ক = ডিমা'আখ।
জিব্বা = লিচান।
শরিল = আলযিচিম।
হাঁটু = আররোকবাতাইন।
বুক = চাঁদার।


আনা = আমি।
নাহনু = আমরা।
আনতা = তুমি।
আনতুমা = তােমরা ২ জন।
আনতুম = তােমরা।
আনতি = তুমি (মহিলা)
আনতুমা =তােমরা ২জন (মহিলা)
আনতুন্না = তােমরা (মহিলা)
হুয়া = সে।
হুম = তারা।
হিয়া = সে (মহিলা)
হুমা = তারা ২ জন (মহিলা)
হুন্না = তারা ( মহিলা)

আরবি শব্দ থেকে বাংলা শব্দে অনুবাদ

ফল = তেমমার।
তুথফল = ব্লাকবেরি।
তরমুজ = আল'বুতিখ।
আপেল = তুফফাহ।
কলা= মুজ।
নারিকেল = ইজুযাতিল হিন্দ।
খেজুর = তাওয়ারিখ / তমর।
আঙ্গুর = আয়নাব।
পেঁপে = বিয়াবায়ি'আ।
ডালিম = রুমান।
কিচমিচ = যাবিভ।
আনারস = আনােনাছ।
আমলকী = আয়নাবিখালাব।
পেয়ারা = যােয়াফা।
লেবু = লিমুন।
আম = যেনযু।
মাল্টা = আল'বরতুকালি।
কাঁঠাল = আলকাকায়।
নাশপাতি = কামুচরা।
মিষ্টি লেবু = হালুয়া আল লেমুন।

আরও কিছু গুরুত্বপূর্ণ লেখা -
আমরা আশা করছি, আরবি টু বাংলা । আরবি থেকে বাংলা অনুবাদ (Arabic to Bangla onubad) পোস্টটি আপনার উপকারে আসবে।
Previous Post Next Post