আসসালামু আলাইকুম, ১০০ টি বাগধারা পোস্টে আপনাদের স্বাগতম। বাংলা ভাষার বিশেস একটি সম্পদ হলো বাগধারা। বাগধারা শব্দের আভিধানিক অর্থ হলো ভাব বা কথার বচন ভঙ্গি বা কথার ঢং। বাক্য বা বাক্যাংশের বিশেষ প্রকাশভঙ্গিকে বলা হয় বাগধারা।
১০০ টি বাগধারা |
বাগধারা খুবই মজার একটি অধ্যায়। এক বা একাধিক শব্দ যখন বিশিষ্ট ১ টি অর্থে ব্যবহার করা হয় তখন তাকে বাগধারা বলা হয়।
বিশ্বের সকল ভাষাতেই এমন কিছু শব্দ রয়েছে যেগুলো নিছক ব্যাকরণগত অথবা আভিধানিক অর্থ মাত্র প্রকাশ করে থাকে না। সেসব শব্দের অন্তর্নিহিত ভাব বা অর্থই প্রধান। সেসব শব্দ সমষ্টিকেই বলা হয় বাগধারা (Bagdhara)। আজকের পোস্টটি সাজানো হয়েছে বাংলা বাগধারার তালিকা নিয়েঃ
পড়ুন - এক কথায় প্রকাশ চাকরির জন্য
বাংলা বাগধারা সমূহ
- আক্কেল গুড়ুম - হতবুদ্ধি, স্তম্ভিত।
- আমড়া কাঠের ঢেঁকি - অপদার্থ।
- লগন চাঁদ- ভাগ্যবান।
- লাল পানি - মদ।
- লাল বাতি জ্বালা - দেউলিয়া হওয়া।
- রাঘব বোয়াল - সর্বগ্রাসী ক্ষমতাবান ব্যক্তি।
- রাবণের চিতা - চির অশান্তি।
- রাশভারি - গম্ভীর প্রকৃতির।
- মেনি মুখো - পামুক।
- মশা মারতে কামান দাগা - তুচ্ছ কাজে বিরাট কিছু করা।
- পাততাড়ি গুটানো - জিনিসপত্র গোটানো।
- পাথরে পাঁচ কিল - সৌভাগ্য, সুসময়।
- পুঁটি মাছের প্রাণ - ক্ষুদ্র প্রাণ; যা সহজে মরে যায়।
- পুকুর চুরি - বড় রকমের চুরি।
- পুরোনো কাসুন্দি ঘাঁটা - অপ্রীতিকর আলোচনা।
- পোঁ ধরা - অন্যের দোষ ধরা।
- পোয়া বারো- অতিরিক্ত সৌভাগ্য।
- প্রমাদ গোণা- ভীত হওয়া।
- পায়াভারী- অহংকার।
- পরের মাথায় কাঁঠাল ভাঙা - অন্যকে ফাকি দিয়ে কার্যসিদ্ধি করা।
- পরের ধনে পোদ্দারি - অন্যের অর্থে বাহাদুরী।
- মোসাহেব - তোষামুদে।
- যক্ষের ধন - কৃপণের ধন।
- রাই কুড়িয়ে বেল - ক্ষুদ্র সময়ে বৃহৎ।
- রাজা উজির মারা - আড়ম্বরপূর্ণ গালগল্প।
- রাবণের গুষ্টি - বড় পরিবার।
- রায় বাঘিনী - উগ্র স্বভাবের নারী।
- শকুনি মামা - কুটিল ব্যক্তি।
- শাঁখের করাত - উভয় দিকেই বিপদ।
- শাপে বর অনিষ্টে ইষ্ট লাভ।
- শুয়ে শুয়ে লে*জ নাড়া - আলস্যে সময় নষ্ট করা।
- শরতের শিশির - সুসময়ের বন্ধু।
- শত্রুর মুখে ছাই - কুদৃষ্টি এড়ানো।
- শ্রীঘর - কারাগার / জেলখানা।
- ষাঁড়ের গোবর - অযোগ্য।
- ষোল আনা - পুরোপুরি।
- আকাশ ভেঙে পড়া - ভীষণ বিপদে পড়া।
- ঊনপঞ্চাশ বায়ু - পাগলামি।
- ঊনকোটি চৌষট্টি - প্রায় সম্পূর্ণ।
- এক ক্ষুরে মাথা মুড়ানো - একই দলভুক্ত।
- এলোপাতাড়ি - বিশৃঙ্খলা।
- এসপার ওসপার - মীমাংসা।
- একাদশে বৃহস্পতি - পরম সৌভাগ্যের বিষয়।
- এক বনে দুই বাঘ - প্রবল প্রতিদ্বন্দ্বী।
- এক হাত লওয়া - প্রতিশোধ নেয়া।
- এলাহি কাণ্ড - বিরাট আয়োজন।
- ওজন বুঝে চলা - অবস্থা বুঝে চলা।
- কচুকাটা করা - নির্মমভাবে ধ্বংস করা।
- দিনকে রাত করা - সত্যকে মিথ্যা করা।
- ভাতে থাকা - ভোগে বা ঐশ্বর্যে সুখে থাকা / ভালোভাবে থাকা।
- আমতা আমতা করা - দ্বিধা করা, ইতস্তত করা।
- আটকপালে - হতভাগ্য
- আঠার মাসের বছর - দীর্ঘসূত্রিতা/কুঁড়ে।
- আলালের ঘরের দুলাল - বেশি আদরের নষ্ট সন্তান, অতি আদরে নষ্ট পুত্র।
- আকাশে তোলা - অতিরিক্ত প্রশংসা করা।
- আষাঢ়ে গল্প - আজগুবি কেচ্ছা।
- ইঁদুর কপালে - নিতান্ত মন্দভাগ্য।
- ইঁচড়ে পাকা - অকালপক্।
- ইলশে গুঁড়ি - গুড়ি গুড়ি বৃষ্টি।
- ইতর বিশেষ - পার্থক্য।
- উত্তম মধ্যম - প্রহার।
- উড়নচণ্ডী - অমিতব্যয়ী।
- উভয় সংকট - দুই দিকেই বিপদ।
- উলু বনে মুক্ত ছড়ানো - অস্থানে/অপাত্রে মূল্যবান দ্রব্য প্রদান।
- উড়ো চিঠি - বেনামি পত্ৰ উড়ে এসে জুড়ে বসা- অনধিকারীর অধিকার।
- উজানের কৈ - সহজলভ্য।
- উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে - একজনের দোষ অন্যজনের ঘাড়ে চাপানো।
- ঊনপাঁজুড়ে - হতভাগ্য, দুর্বল।
- সুধে সেঁতো হাসি - কৃত্রিম হাসি।
- দুকান কাটা - বেহায়া।
- দুধের মাছি - সুসময়ের বন্ধু।
- ননীর পুতুল - শ্রমবিমুখ।
- নামকাটা সেপাই - কর্মচ্যুত ব্যক্তি।
- নারদের ঢেঁকি - বিবাদের বিষয়।
- নগদ নারায়ণ - কাঁচা টাকা/নগদ অর্থ।
- নেই আঁকড়া - একগুঁয়ে।
- নেপোয় মারে দই - = ধূর্ত ব্যক্তির ফল প্রাপ্তি।
- পরপাঠ - অবিলমে; সঙ্গে সঙ্গে।
- পালের গোদা - দলপতি।
- পাকা ধানে মই - অনিষ্ট করা।
- ফপর দালালি - অতিরিক্ত চালবাজি।
- রত্নপ্রসবিনী - সুযোগ্য সন্তানের মা।
- রাজ যোটক - উপযুক্ত মিলন।
- রাহুর দশা - দুঃসময়।
- রুই-কাতলা - পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি।
- লেফাফা দুরস্ত - বাইরের ঠাঁট বজার রেখে চলেন যিনি।
- সাত খুন মাফ - অত্যধিক প্রশ্রয়।
- সাত সতের - নানা রকমের।
- সাপের ছুঁচো গেলা - অনিচ্ছায় বাধ্য হয়ে কাজ করা।
- সবে ধন নীলমণি - একমাত্র অবলম্বন।
- সাতেও নয়, পাঁচেও নয় - নির্লিপ্ত।
- সাপের পাঁচ পা দেখা - অহংকারী হওয়া।
- সোনায় সোহাগা - উপযুক্ত মিলন।
- হ-য-ব-র-ল - বিশৃঙ্খলা।
- হরি ঘো*ষের গোয়াল - = বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ।
- হরিলুট - অপচয়।
- হস্তীমূর্খ - বোকা।
- হাড়ে দুর্বা গজানো - অত্যন্ত অলস।
- হাতুড়ে বদ্যি - আনাড়ি চিকিৎসক।
- হাড় হাভাতে - হতভাগ্য।
বাগধারা বাংলা ব্যাকরণের খুবই মজার একটি অধ্যায়। চাকরির জন্য এই ১০০ টি বাগধারা শেখার পাশাপাশি আরও বাগধারা শিখুন।