আসসালামু আলাইকুম, পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান 2025 পাতায় আপনাদের স্বাগতম। Padma setu sadharon gan. বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু হলো পদ্মা সেতু। আজকের পোস্টে আপনাদেরকে পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিব।
বর্তমানে পরীক্ষায় এবং চাকরির ভাইবাতে পদ্মা সেতু নিয়ে অনেক বেশি প্রশ্ন করা হয়। তাছাড়াও পরীক্ষায় পদ্মা সেতু নিয়ে রচনা, অনুচ্ছেদ, প্রতিবেদন তো আছেই। তাই পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর শেয়ার করবো।
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান |
আপনি যদি কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে থাকেন তাহলে সবার আগে পদ্মা সেতু নিয়ে সাধারন জ্ঞান প্রশ্ন গুলো শিখতে হবে। এখানে আমরা ৩০ টি পদ্মা সেতু নিয়ে সাধারন জ্ঞান প্রশ্ন এবং পদ্মা সেতু সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করবো।
আরও জানুন - বাংলাদেশের আয়তন কত কিলোমিটার
পদ্মা সেতু সম্পর্কে বিস্তারিত তথ্য
বাংলাদেশের দীর্ঘতম সেতু হলো পদ্মা সেতু। এর মোট দৈর্ঘ ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১৮ মিটার। যেখানে যমুনা সেতুর দৈর্ঘ হলো ৪.৮ কিলোমিটার। এই সেতুটির মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা সংযুক্ত হয়েছে। পদ্মা সেতুর প্রকল্পের নাম হলো পদ্মা বহুমূখী সেতু প্রকল্প। সেতুটিতে নির্মান খরচ ৩০,১৯৩ কোটি ৩৯ লক্ষ টাকা। পদ্মা সেতুতে মোট স্প্যানের সংখ্যা ৪১ টি এবং উভয় তীরকে সংযুক্ত করার জন্য ৪২ টি সাপোর্ট স্থাপন করা হয়েছে। প্রতিটি স্প্যান ১৫০ মিটার দীর্ঘ এবং ৩১৪০ টন ওজনের। এটি একটি গুচ্ছ সেতু। সেতুর প্রধান কাঁচামাল ইস্পাত। সেতুটি দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।
স্বপ্নের এই সেতুটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প যা কোনো বিদেশি সাহায্য ছাড়াই নির্মিত। এটি পদ্মা নদীর উপর একটি বহুমুখী সড়ক-রেল সেতু। এটি বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম বহুমুখী সেতু। পদ্মা সেতু বিশ্বের ১২২ তম দীর্ঘতম সেতু এবং দক্ষিণ এশিয়া অঞ্চলের দীর্ঘতম সেতু। নির্মাণ কাজ শুরু হয় ৭ ডিসেম্বর ২০১৪ তারিখে এবং ২০২২ সালের মে মাসে এই সেতুর কাজ সম্পন্ন হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য সেতুটি খুলে দেন ২০২২ সালের ২৫ জুন তারিখে।
বাংলাদেশের পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞানঃ
অনেকেই পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৫ pdf পেতে চায়। Padma setu sadharon gan । এখান থেকে আপনারা পদ্মা সেতুর দৈর্ঘ্য কত এবং পদ্মা সেতু a to z সকল গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর পাবেন।
আরও জানুন - পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি?
প্রশ্ন ১ঃ পদ্মা সেতু কত কিলোমিটার?
উত্তরঃ পদ্মা সেতু মোট ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্য।
প্রশ্ন ২ঃ পদ্মা সেতু কত মিটার প্রস্থ?
উত্তরঃ পদ্মা সেতু ১৮.১৮ মিটার প্রস্থ।
প্রশ্ন ৩ঃ পদ্মা সেতু বিশ্বের কততম সেতু?
উত্তরঃ পদ্মা সেতু বিশ্বের ১২২ তম দীর্ঘতম সেতু এবং বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম বহুমুখী সেতু, এটি দক্ষিণ এশিয়া অঞ্চলের দীর্ঘতম সেতু।
প্রশ্ন ৪ঃ পদ্মা সেতুর টোল কত?
উত্তরঃ পদ্মা সেতুর টোলের তালিকা নিচে দেওয়া হলো -
যানবাহন | পদ্মা সেতুর টোল |
---|---|
মোটর সাইকেল | ১৫০ টাকা |
কার / জিপ | ৭৫০ টাকা |
ছোট বাস | ২০২৫ টাকা |
বড় বাস | ২৩৭০ টাকা |
মাঝারি ট্রাক | ২১০০ টাকা |
বড় ট্রাক | ২৭৭৫ টাকা |
ছোট ট্রাক | ১৬২০ টাকা |
প্রশ্ন ৫ঃ পদ্মা সেতুর পিলার কয়টি?
উত্তরঃ পদ্মা সেতু পিলার হলো ৪২ টি।
প্রশ্ন ৬ঃ পদ্মা সেতুর খরচ কত টাকা?
উত্তরঃ পদ্মা সেতুর নির্মান খরচ ৩০,১৯৩ কোটি ৩৯ লক্ষ টাকা।
প্রশ্ন ৭ঃ পদ্মা সেতু উদ্বোধন করেন কে এবং কবে?
উত্তরঃ পদ্মা সেতু উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৫ জুন তারিখে।
প্রশ্ন ৮ঃ পদ্মা সেতু কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ পদ্মা সেতু মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরায় অবস্থিত। এর দুই প্রান্তের জেলার নাম মুন্সীগঞ্জের লৌহজং এবং মাদারীপুর জেলা।
প্রশ্ন ৯ঃ পদ্মা সেতুর প্রকল্পের নাম কি?
উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
প্রশ্ন ১০ঃ পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তরঃ পদ্মা সেতুর পাইলিং গভীরত হলো ১২০ মিটার বা ৩৯০ ফুট।
প্রশ্ন ১১ঃ পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তরঃ পদ্মা সেতু পানির স্তর থেকে উচ্চতা ৬০ ফুট।
প্রশ্ন ১২ঃ পদ্মা সেতু এশিয়ার কততম সেতু?
উত্তরঃ দক্ষিণ এশিয়া অঞ্চলের দীর্ঘতম সেতু পদ্মা।
প্রশ্ন ১৩ঃ পদ্মা সেতুতে পিলার আছে কতটি?
উত্তরঃ ৪২টি।
প্রশ্ন ১৪ঃ পদ্মা সেতুতে স্প্যান আছে কতটি?
উত্তরঃ ৪১টি।
প্রশ্ন ১৫ঃ পদ্মা সেতুর ১ম স্প্যানটি বসানো হয় কত তারিখে?
উত্তরঃ পদ্মা সেতুর প্রথম স্প্যানটি বসানো হয় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে।
প্রশ্ন ১৬ঃ পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা কত?
উত্তরঃ ২৮৬টি।
প্রশ্ন ১৭ঃ পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত ফুট?
উত্তরঃ ৩৮৩ ফুট।
প্রশ্ন ১৮ঃ পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কত টি?
উত্তরঃ ৮১টি।
প্রশ্ন ১৯ঃ পদ্মা সেতু প্রকল্পে কাজ করছে কতজন মানুষ?
উত্তরঃ প্রায় চার হাজার মানুষ।
প্রশ্ন ২০ঃ পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের ওজন কত?
উত্তরঃ ৩২০০ টন।
প্রশ্ন ২১ঃ বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি?
উত্তরঃ হার্ডিঞ্জ ব্রিজ।
প্রশ্ন ২২ঃ পদ্মা সেতুর সক্ষমতা কত?
উত্তরঃ ৭৫ হাজার যানবাহন।
প্রশ্ন ২৩ঃ বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু কোনটি?
উত্তরঃ বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু হলো পদ্মা বহুমূখী সেতু।
প্রশ্ন ২৪ঃ পদ্মাা সেতুর ভুমিকম্প সহনশীলতা কত?
উত্তরঃ রিকটার স্কেলে ৮ মাত্রার কম্পন।
প্রশ্ন ২৫ঃ পদ্মা সেতুর কাজ কখন শুরু হয়েছিল?
উত্তরঃ ২০১৪ সালের ডিসেম্বর মাসে।
প্রশ্ন ২৬ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত টাকা টোল দিয়ে পদ্মা সেতুতে উঠেছিল?
উত্তরঃ নগদ ২ হাজার টাকা দিয়ে।
প্রশ্ন ২৭ঃ পদ্মা সেতুতে কি সংযোগ ব্যবস্থা থাকবে?
উত্তরঃ গ্যাস, বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার সংযোগ ব্যবস্থা।
প্রশ্ন ২৮ঃ পদ্মা সেতু নির্মানে স্টিলের পরিমান কত?
উত্তরঃ ১ লক্ষা ৪৬ হাজার মেট্রিক টন।
প্রশ্ন ২৯ঃ পদ্মা সেতুতে রেললাইন স্থাপন হচ্ছে কিসের মধ্য দিয়ে?
উত্তরঃ স্প্যানের মধ্য দিয়ে।
প্রশ্ন ৩০ঃ পদ্মা সেতুর আকৃতি কিরকম?
উত্তরঃ ইংরেজি S অক্ষারের মতো।
আরও শিখুন -
আমরা মনে করি, পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান (Padma setu sadharon gan) পোস্ট থেকে পদ্মা সেতু a to z এবং পদ্মা সেতু সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য গুলো জানতে পেরেছেন।