বাংলাদেশের মানচিত্র । Bangladesher manchitro |
আসসালামু আলাইকুম, বাংলাদেশের মানচিত্র । Bangladesher manchitro পোস্টে আপনাদের স্বাগতম।৬৪ জেলার নাম সহ বাংলাদেশের মানচিত্র ছবি। কোন দেশ বা এলাকার ভূমির উল্লেখ যোগ্য প্রকৃতিক ও কৃত্তিম বস্তু সমূহকে নির্দিষ্ট সাংকেতিক চিহ্নের মাধ্যমে কাগজ বা কাপড়ের উপর ক্ষুদ্রাকারে মাপনী অনুযায়ী বিশেষ চিহ্ন সহ যে রেখাচিত্র আকানো হয় তাকে ম্যাপ বা মানচিত্র বলে।
আপনারা সবাই জানেন যে, সমস্ত ছাত্রদের জন্য বাংলাদেশের মানচিত্র কতটা গুরুত্বপূর্ণ। সাধারণত মানচিত্র বলতে কোন বড় এলাকাকে নির্দিষ্ট অনুপাতে ছোট করে আকা চিত্রকে বুঝায়। আজকের পোস্টটি সাজানো হয়েছে বাংলাদেশের মানচিত্রের ছবি নিয়ে।
এই পোস্টে যা যা থাকবেঃ
বাংলাদেশের মানচিত্র
মানচিত্র যেমন পুরু পৃথিবীকে চিহ্নিত করে ঠিক তেমনি একটি মহাদেশ, দেশ, জেলা, ইউনিয়ন, থানা প্রভৃতিকেও চিহ্নিত করে। মানচিত্রের সাহায্যে কোন দেশের ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক সীমারেখা, জলবায়ু, নদ-নদী, পাহাড়, বনাঞ্চল ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়া যায়। বার্তমানে গুগল ম্যাপ ডিজিটিাল মানচিত্র আমাদের জীবনকে আরও সহজ করে দিয়েছে।
বাংলাদেশের মানচিত্র pdf
নিচে বাংলাদেশের মানচিত্রের পিডিএফ ডাউনলোড লিংক দেওয়া আছে। আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই ফাইলটি ডাউনলোড করে মোবাইল বা কম্পিউটারে রেখে পড়তে পারবেন।
বাংলাদেশ মানচিত্র । বাংলাদেশের ৬৪ জেলার মানচিত্র
বাংলাদেশের মানচিত্র ছবি |
বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে মায়ানমার (বার্মা) এবং পূর্ব, উত্তর ও পশ্চিমে ভারত। বাংলাদেশের আয়তন হলো ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটার। বাংলাদেশে ১৬৮ মিলিয়নেরও বেশি লোকের জনসংখ্যা (২০১৯ সালে) রয়েছে, বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে একটি। বাংলাদেশের জনসংখ্যার অধিকাংশই মুসলিম (প্রায় ৮৮%)। কথ্য ভাষা হল বাংলা (৯৮% দ্বারা বাংলা)।
এখন খুবই গুরুত্বপূর্ণ - পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
আশা করি, (বাংলাদেশের মানচিত্র । Bangladesher manchitro) পোস্ট থেকে বাংলাদেশ মানচিত্র ছবি HD ডাউনলোড করতে পেরেছেন।